লক্ষ্মীপুরে অটোর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আদনান হোসেন আরমান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার সকালে উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরমানসহ তিনজন মোটরসাইকেলে খিলবাইছা এলাকায় এলে একটি অটোরিকশা সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন সেখানেই চিকিৎসাধীন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, নিহত তরুণের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Comments are closed.