লক্ষ্মীপুরের ৫ উপজেলায় নির্বাচনের তারিখ ২৪ মার্চ

63

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ এ ৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় সারাদেশে আরো ১২২ উপজেলায় ভোট হবে। নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

লক্ষ্মীপুরের ৫ উপজেলা হচ্ছে রামগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি এবং কমলনগর উপজেলা।

এর আগে ২০১৪ সালের ১৫ মার্চ কমলনগর এবং ৩১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর এবং রামগতি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

Comments are closed.