রোগীকে ধষর্ণের চেষ্টা, চাটখিল হাসপাতালের চিকিৎসা সহকারী আটক

813

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা এক নারী রোগীকে জরুরী বিভাগের একটি বিশেষ কক্ষে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসা সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের শাকিরপুর গ্রামের আবদুল মালিকের ছেলে।

মামলা ও নারীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার সময় শারীরিক সমস্যা নিয়ে চাটখিল পৌরসভার ছয়ানিটবগা এলাকার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চাচি শাশুড়ীকে নিয়ে আসে ওই নারী (২২)। পরে কর্তব্যরত চিকিৎসক সহকারী আনোয়ার হোসেন নারীকে জরুরী বিভাগের ভিতরে একটি বিশেষ কক্ষে নিয়ে যান। প্রথমে আনোয়ার পরীক্ষা নিরীক্ষার নামে তার শরীরের স্পর্শকাতর অংশে একাধিক বার হাত দেন। এরপর রোগীর চাচী শাশুড়ীকে জরুরী বিভাগের কক্ষ থেকে বাহির করে দিয়ে আনোয়ার পুনঃরায় নারীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন। এক পর্যায়ে তার পরনের সেলোয়ার খুলে তাকে ধর্ষণ করতে উদ্ধত হলে ভিকটিম চিৎকার করেন। এসময় রোগীর চাচী শাশুড়ী (৪০) এগিয়ে এসে ঘটনা শুনে মুঠো ফোনের মাধ্যমে বাড়ীতে খবর দেন। খবর পেয়ে নারীর স্বজনরা হাসপাতালে এসে আনোয়ার পালিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদ গেইটে তাকে আটক করে জুতা পেটা ও গন ধোলাই দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পৌছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মচারী জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত রয়েছে। এর আগেও একাধিক নারী রোগীর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রাতে জরুরী বিভাগে নিয়মিত জুয়ার আসর বসাতো সে।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রবিবার সিভিল সার্জন বরাবর রিপোর্ট পেশ করবে।

চাটখিল থানার ওসি এ এস এম সামছুদ্দিন জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.