রায়পুর উপজেলায় অধ্যক্ষ মামুনের পক্ষে গনজোয়ার, নৌকার জয়ের বিকল্প নেই : হারুনুর রশিদ
আলতাফ মাষ্টারের কমিটি বিলুপ্ত!
একা হয়ে পড়েছে প্রভাবশালী চরাঞ্চলের নেতা হিসেবে পরিচিত উপজেলার বর্তমান চেয়ারম্যান আলতাফ মাষ্টার। নিজ ইউনিয়ন এর কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি অনুমোদন দিয়েছে জেলা আঃলীগ। ২ নংউত্তর চরবংশী ইউনিয়নের নবনির্বাচিত আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওসমান খাঁন, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন খলিফা, আলাউদ্দিন হাওলাদার, খালেদ দেওয়ান, লতিফ দেওয়ান।
অধ্যক্ষ মামুনুর রশিদ জেলা আঃলীগ এর সাঃসম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এর আপন বোন জামাই। এদিকে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে ১৫/০৩/১৯বিকাল ৪ ঘটিকায় নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর তাজমহল সিনেমা হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
রায়পুর উপজেলা নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রশীদ সাহেবের সমর্থনে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাধারন সম্পাদক ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুল, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্জ্ব হারুন রশীদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের জনপ্রিয় সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, চেয়ারম্যান পদ প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রশিদ ,রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইসমাইল খোকন, রায়পুর পৌর আওয়ামীলীগের জনপ্রিয় আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ ।সাবেক মেয়র,জেলা আওয়ামিলীগ এর সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, সহসভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান । সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র, কাজী নাজমুল কাদের গুলজার প্রমুখ।
Comments are closed.