রায়পুরে মাছ ধরার সময় গলায় কই মাছ আটকে যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ আটকে বাচ্চু মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
বাচ্চু মিয়া উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের তবিবউল্যা মিয়ার ছেলে। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান, দুপুরে বাচ্চু মিয়া নিজের পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় দুটি কই মাছ পান। তার মধ্যে একটি হাতে অন্যটি মুখে নিয়ে তৃতীয় মাছ ধরতে ডুব দেন।
এ সময় মুখের কই মাছটি গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন রাত ৩টায় তিনি মারা যান।
চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments are closed.