রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

355

লক্ষ্মীপুর জেলার রায়পুরে রিয়েল মিয়াজি নামে এক সৌদিআরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করেছে।

বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে।

রিয়েল মিয়াজির বাবা হানিফ মিয়াজি বাংলানিউজকে বলেন, রাতে বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে বারান্দার গ্রিল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভেতর ঢুকে পড়ে। তারপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম বাংলানিউজকে বলেন, ডাকাতি হওয়া বাড়িটি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.