রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

0 41

লক্ষ্মীপুর জেলার রায়পুরে রিয়েল মিয়াজি নামে এক সৌদিআরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করেছে।

বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে।

রিয়েল মিয়াজির বাবা হানিফ মিয়াজি বাংলানিউজকে বলেন, রাতে বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে বারান্দার গ্রিল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভেতর ঢুকে পড়ে। তারপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম বাংলানিউজকে বলেন, ডাকাতি হওয়া বাড়িটি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।