রামগঞ্জে বিআরডিবির চেয়ারম্যান সুমন ভূঁইয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রায় দেড় যুগ পর বৃস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদে ভোট গ্রহন চলে। ২১০ ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় একজন সহ-সভাপতি ও ছয়জন পরিচালক সদস্য মনোনীত হয়েছিলেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র দাস, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোসলেহ উদ্দিন ও উপজেলা সহকারী পরিদর্শক কামাল হোসেন। সূত্র জানায়, সমবায় সমিতির নীতিমালা অনুযায়ী তফসিল ঘোষণার পর একজন সহ-সভাপতি ও ছয়জন পরিচালক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।সভাপতি পদে রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়ার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চু প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সুমন ভূঁইয়া আনারস প্রতিক নিয়ে ১২১ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী বাচ্চু চেয়ার প্রতিকে ৬৫ ভোট পেয়েছেন।
Comments are closed.