রামগঞ্জে পাগল আখ্যা দিয়ে নারীকে শেকলে বেঁধে নির্যাতন

চেয়ারম্যান ও আ.লীগ নেতার নির্দেশ

86

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি চেয়ারম্যান এবং এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নির্দেশে নারীকে (৩৩) গাছের সঙ্গে শিকলে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই নারী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার চন্ডিপুর ইউপির ফতেহপুর গ্রামের ঠাকুরবাড়িতে।

বেঁধে পেটানোর নির্দেশ দেওয়ার কথা চন্ডিপুর ইউপির চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া অস্বীকার করলেও দক্ষিণ চন্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিন্টু ওই নারীকে ‘পাগল’ আখ্যা দিয়ে ঠাকুরবাড়ির সম্মানের জন্য ‘একটু’ শাসন করা হয়েছে বলে স্বীকার করেছেন।

স্থানীয়রা গতকাল বুধবার সকালে ওই চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার হুমকি-ধমকি উপেক্ষা করে নির্যাতিতা নারীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

নির্যাতনের শিকার নারী হাসপাতালে ভর্তি অবস্থায় বলেন, ‘একই বাড়ির ইয়াহিয়া মাস্টারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্টুর নির্দেশে একই বাড়ির শিরীন আক্তার ও তার মেয়ে সুমি আক্তারসহ সাত-আটজনের নেতৃত্বে বাড়ির সুপারিবাগানে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে বেদম মারধর করে আমাকে। একপর্যায়ে আমার আর্তচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরবাড়ির এক বৃদ্ধা জানান, মূলত ওই নারী স্বামী পরিত্যক্তা। বর্তমানে তার কাছে পাঁচ লক্ষাধিক টাকা আছে। ওই টাকাগুলো ভাগবাটোয়ারা করে নেওয়ার জন্য তার ওপর নির্যাতন চালানো হচ্ছে।

শিরিন আক্তারের মেয়ে সুমি আক্তার জানান, ওই মহিলা (নির্যাতিতা) বাড়ির সবাইকে সব সময় গালাগাল করত। এ বিষয়ে কামাল চেয়ারম্যানকে জানালে তিনি তাকে গাছের সঙ্গে বেঁধে রাখার জন্য বলেছেন।

দক্ষিণ চন্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিন্টু বলেন, ‘সভাপতি হিসেবে বাড়ি ও এলাকার সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব আমার রয়েছে। ওই মহিলা পাগল। দিনরাত শুধু মানুষকে গালাগাল করে। ঠাকুরবাড়ির সম্মানের কথা চিন্তা করে একটু শাসন করা হয়েছে। এতে দোষের কিছু হয়নি।’

চন্ডিপুর ইউপির চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে বেঁধে রেখে এভাবে মারধরের কথা জানি না।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

Comments are closed.