রামগঞ্জে কার্টুন থেকে নবজাতকের লাশ উদ্ধার

281

লক্ষ্মীপুরের রামগঞ্জ সোনাপুর সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন খাল থেকে কাগজের কার্টুনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় মুলি বাঁশের ব্যবসায়ী আবু তাহের মুন্সী জানান, তিনি প্রতিদিনকার মতো রবিবার রাতে সোনালী ব্যাংক সংলগ্ন খালে ভিজিয়ে রাখা মুলি বাঁশ আনতে গিয়ে কাগজের কার্টুনে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনেন। এসময় লোকজনের উপস্থিতিতে বাক্সটি খুলে সেখানে এক নবজাতক ছেলের লাশ দেখে রামগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ীরা শাহাদাত হোসেন জানান, একই জায়গায় গত বছর দুয়েক পূর্বে আরো একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভাদুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনার পরিদর্শিকা ও স্থানীয়ভাবে বসবাসরত আলেয়া বেগমের বাসায় এ ধরনের অবৈধ কর্মকান্ড ঘটনা আগেও ঘটেছে। আমরা ধারনা করছি তার বাসায় এ অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে আলেয়া বেগমের মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে বেওয়ারিশ হিসাবে রামগঞ্জ মধুপুর মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশটি দাফন করা হয়েছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.