রামগঞ্জের শিশু নুসরাত হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

257

লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম নোয়াগাঁ ফয়েজে রাসূল (সা.) নুরানী মাদ্রাসার তৃতীয় ছাত্রী শিশু নুশরাত আক্তার নিলাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মানবববন্ধনের আয়োজন করা হয়।
প্রায় দেড়ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক নেতা এম এ মমিন পাটোয়ারী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রহিম ভি পি, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বি এন পি নেতা সাহাবুদ্দিন তুর্কী, মারুফ ভুঁইয়া, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কাজী মাসুদ রানা, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান শান্ত প্রমুখ। রামগঞ্জের প্রায় দুই হাজার জনগণ দল-মত নির্বিশেষে এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অতি দ্রুত নুসরাত হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাসির দাবি জানান, এজন্য তারা প্রধানমন্ত্রী ও প্রশাসনের দ্রুত সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ শুক্রবার দুপুরে ২নম্বর নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও কালু মেস্ত্রী বাড়ির প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজ রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের তিনদিন পর ২৬ মার্চ সোমবার সকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ির সামনের ব্রীজের নিছ থেকে শিশু নুশরাতের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। এসময় তার গলায় ফাঁস দেয়া অবস্থা দেখতে পায় স্থানীয়রা। ময়নাতদন্ত শেষে লক্ষ্মীপুর সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আনোয়ার হোসেন জানান, শিশু নুশরাতকে পাশবিক নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ব্যপারে রামগঞ্জ থানায় নিহত নুশরাতের মা রেহানা বেগম অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.