রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার না করতে নির্দেশ দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। এবং কোনো রাজনৈতিক মামলাও করা যাবে না পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে।
গত ১০ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষুদে বার্তায় এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
পুলিশের একাধিক উপ-কমিশনার-ডিসি, অতিরিক্ত উপ-কমিশনার-এডিসি, ডিএমপি কমিশনারের মোবাইল থেকে এই ক্ষুদে বার্তা পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের সহকারী কমিশনার-এসি ও তার ঊর্ধ্বতনদের পাঠানো এই ক্ষুদে বার্তায় কমিশনার বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের অবগত না করে কোনো রাজনৈতিক গ্রেফতার ও মামলা না দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষুদে বার্তার শিরোনাম ছিল, রাজনৈতিক গ্রেফতারে স্থগিতাদেশ।
এই বার্তার কিছুক্ষণ পর আরেক বার্তায় কমিশনার জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার ও কোনো দুর্ঘটনার মামলা দায়েরের ক্ষেত্রে কোনো বাধা নেই। দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে এটি একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম একটি দাবি ছিল নেতাকর্মীদের গ্রেফতার না করা। এমনকি এ কারণেই ঐক্যফ্রন্টের গত বৃহস্পতিবারের রাজশাহী অভিমুখের রোডমার্চটিও বাতিল করা হয় ।
দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রীকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা-গায়েবি মামলা ও গ্রেফতারকৃতদের তালিকা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Comments are closed.