রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত

0 31

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য।আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কথিত এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে বলে সকালে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।নিহতরা হলেন নাঈম (৩৫) ও জামাল (৩৮)। তাদের সম্পর্কে আর কিছু জানায়নি র‍্যাব।‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে এসআই মোস্তফা কামালের ভাষ্য হচ্ছে, তেজগাঁও সাতরাস্তা এলাকায় র‍্যাবের একটি চেকপোস্ট বসানো ছিল। ভোরে ডাকাত দলের সদস্যরা ছোট একটি পিকআপ গাড়ি ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সেই চেকপোস্ট লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়।‘এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৬টার দিকে মৃত ঘোষণা করেন।’ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে দাবি করে র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, এ ব্যাপারে পরে আরো বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।