যুক্তরাষ্ট্রে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া চাটখিলের যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া চাটখিলের যুবক জাবেদের লাশ ছয়দিন পর উদ্ধার হয়েছে

757

স্থানীয় সময় শনিবার জাবেদ ইকবাল নামের ২৪ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের লাশ লংপোর্ট এবং ওসেন সিটির মধ্যে গ্রেট হারবার মোহনায় মাছ ধরার জেলেদের জালে উঠে আসে।

ইকবালের বাড়ি নোয়াখালীর চাঁটখিল উপজেলায়। আত্মীয়-স্বজনের সাথে বসবাস করছিলেন নিউ জার্সি স্টেটের ক্লিমেন্টন সিটিতে।

জাবেদের ভাই মো. খলিল জানান, ১২ জুলাই বিকেলে বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাসার কাছেই ওসেন সিটিতে যান সমুদ্রস্নানে। সে সময় উত্তাল ছিল সাগরের পানি। হাসি-খুশির মধ্যেই পানির স্রোত টেনে নেয় জাবেদ ও তার ১৬ বছর বয়সী বোনকে।

বোন সাঁতার না জানায় জাবেদ তাকে উদ্ধার করতে যান। বোনকে কোনওমতে কিনারায় টেনে আনার পরই প্রবল স্রোত জাবেদকেই ভাসিয়ে নিয়ে যায়।

উপকূলীয় পুলিশকে জানানোর পর তারা পরদিন ১৩ জুলাই সারাদিন চেষ্টার পর ফল না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।

গত শনিবার ভোরে মৎস্যজীবীদের জালে জাভেদের লাশ ভেসে উঠলে তারা ফোন করেন ৯১১ এবং কাছের দমকল বাহিনীর অফিসে।

ডুবুরিরা এসে জাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের পর সাউদার্ন রিজিওনাল মেডিকেল অফিস থেকে নিশ্চিত করা হয়, সেটি জাবেদেরই লাশ।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.