যানজট নিরসনে কর্তৃপক্ষের সুদূরপ্রসারি পরিকল্পনা চাই

পরিত্রাণের জন্য ট্রাফিক আইন কড়াকড়ি করা, ফুটপাত নিমূল করা, সড়কের কাজ করা, সড়ক সংস্কার ও বর্ধিত করা, ব্যস্ততম সড়কে একমুখি যান চলাচল করা, কর্তৃপক্ষ সুদূরপ্রসারি পরিকল্পনা নিয়ে এগিয়ে আসলে হয়তো ভবিষ্যতে সকল মানুষ তীব্র যানজটের কবল থেকে মুক্তি পাবে

0 145

আমাদের দেশে যানজট নিত্যকার ঘটনা। যানজটের কারণে মানুষের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। বিশেষ করে ঢাকা, চট্রগ্রামসহ মহানগরগুলোতে এই সমস্যা প্রকট। এসব জায়গায় অবস্থানরত মানুষের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় যানজটে। যানজটের কারণে বাচ্চারা সময়মত স্কুলে যেতে পারে না, চাকুরিরত মানুষ অফিসে ঠিকমত যেতে পারে না, তাছাড়া চাকুরিপ্রার্থী, পরীক্ষার্থী প্রতিনিয়ত এই সমস্যার মুখোমুখি হয়। এমনকি মুমূর্ষু অবস্থারত ব্যক্তিরাও জরুরি সেবা নিতে যথাসময়ে হাসপাতালে যেতে পারে না, তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। যানজটের কারণে অনেক জরুরি জিনিস যথাসময়ে পৌঁছানো যায় না। যানজটের কারণে সময়ের অপচয় ও কাজকর্মের বিপুল ক্ষতি সাধিত হয়। তাই এমত অবস্থা থেকে আমাদের পরিত্রাণের জন্য ট্রাফিক আইন কড়াকড়ি করা, ফুটপাত নিমূল করা, সড়কের কাজ করা, সড়ক সংস্কার ও বর্ধিত করা, ব্যস্ততম সড়কে একমুখি যান চলাচল করা, সুদূরপ্রসারি পরিকল্পনা নিয়ে এগিয়ে আসলে হয়তো ভবিষ্যতে সকল মানুষ তীব্র যানজটের কবল থেকে মুক্তি পাবে। তাই যানজট নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

লেখক : চাকুরিজীবি, গ্রাম : মোহাম্মদপুর, থানা : চাটখিল, জিলা : নোয়াখালী।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।