মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করছেন ক্রিকেটার মুস্তাফিজ

212

মা মাহমুদা খাতুনের পছন্দের পাত্রীকেই বিয়ে করছেন ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমান। পাত্রীর নাম সুমাইয়া ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ছেন। কাল শুক্রবার পাত্রীর সঙ্গে আংটি বদল করবেন ফিজ। বিয়ে হবে বিশ্বকাপের পর।এমনই জানা গেছে মুস্তাফিজের ঘনিষ্ঠজনদের কাছ থেকে। তবে ফিজের পরিবারের সদস্যরা এ বিষয়ে তেমন কোনো কথা বলছেন না।

চার ভাইয়ের মধ্যে মুস্তাফিজ সবার ছোট। বড় ভাই মাহফুজুর রহমান মিঠু, মেজ ভাই জাকির হোসেন, সেজ ভাই মোকলেছুর রহমান পল্টু। তাঁদের সবার বিয়ে হয়েছে আগেই।

এবার ছোট ছেলের বিয়ে বলে কথা। তাও যিনি ক্রিকেট বিশ্বের জনপ্রিয় মুখের একটি! ধুমধাম তো হবেই। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এর জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

Comments are closed.