‘মাত্র’ ৩১ কোটি টাকায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে টানছে আর্সেনাল

134

ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর ১৯ বছর বয়সী উইঙ্গার মার্কুইনোসকে দলে টানার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল। ৩১ কোটি টাকায় সাও পাওলোর এই তরুণকে এমিরেটসে নিয়ে আসছে গানাররা।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের দিকে আলাদা করে নজর দিচ্ছে আর্সেনাল। ২০১৯ সালে তখনকার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে সাও পাওলোর ক্লাব ইতুয়ানো থেকে দলে টেনেছিল আর্সেনাল।

 

 

এবার সেই সাও পাওলো শহর থেকেই আরেকজন ফরোয়ার্ডকে দলে ভেড়াচ্ছে মিকেল আরতেতার আর্সেনাল। সাও পাওলোর সঙ্গে মার্কুইনোসের চুক্তিতে ফাঁকফোকরের সুযোগ নিয়েই এত কম দলবদলের ফিতে তাকে দলভুক্ত করতে পারছে আর্সেনাল।

মার্কুইনোসের বর্তমান ক্লাব সাও পাওলো ভেবেছিল ২০২৪ সালেই তার সঙ্গে চুক্তি ফুরিয়ে যাবে তাদের। সেজন্য তাকে ফ্রিতে হারানোর ভয় থেকে অনিচ্ছাসত্ত্বেও আর্সেনালের কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে গোল.কম জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে মার্কুইনোসের চুক্তির মেয়াদ ২০২৪ সালে শেষ হবে না।

মার্কুইনোস ফরোয়ার্ড হিসেবে আক্রমণভাগের যেকোনো জায়গায় খেলতে পারেন। বাঁ পায়ের এই টিনএজ ফরোয়ার্ড দুই উইংয়েই খেলতে পারদর্শী। গত বছরের জুলাইতে সাও পাওলোর হয়ে ফ্লামেঙ্গোর বিপক্ষে সিনিয়র অভিষেক হয় তার। শেষ মুহূর্তে আর কোনো প্রতিবন্ধকতা তৈরি না হলে মার্কুইনোসই হতে যাচ্ছেন আগামী মৌসুমের জন্য আর্সেনালের প্রথম সংযোজন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.