মাটির নিচে বিশাল বড় গুপ্তধনের সন্ধান পাওয়া গেল শুধু স্বর্ণ আর স্বর্ণ

0 317

সোনা পছন্দ করে না এমন মানুষ নেই। পৃথিবীর শুরু থেকেই এই মূল্যবান সম্পদটি ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বজুড়ে।

তবে, আগে মানুষের এই সম্পদটি সম্পর্কে তেমন ধারণা ছিল না। জানা ছিল না সোনা উত্তোলনের কৌশল।

বিভিন্ন খনির সন্ধানও ছিল না তাদের কাছে। সময়ের বিবর্তনে মানুষ সোনা নিয়ে রাজত্ব করতে শিখেছে।

গড়ে তুলেছে বিভিন্ন সোনার মহল। বিশ্বজুড়ে থাকা এই সোনার ভাণ্ডার নিয়ে ঘটে যাওয়া নানা ইতিহাস জানা যাবে আজকের রকমারিতে।

ভারতের রাজস্থানে প্রচুর স্বর্ণের খোঁজ পেয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের বিজ্ঞানীরা।

অনুমান রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১ দশমিক ৪৮ কোটি টন স্বর্ণ মজুত রয়েছে।

শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের মহানির্দেশক এন কুটুম্বা রাও।

তিনি জানিয়েছেন, উদয়পুর ও বাঁসবাড়া জেলার ভুকিয়া ডোগরায় এই স্বর্ণের ভাণ্ডারের সন্ধান মিলেছে।

এ মহাপরিচালকের কথায়, ইতিমধ্যে রাজস্থানে ৩৫.৬৫ কোটি টন সিসার সন্ধান মিলেছে। এছাড়া ২০১০ সাল থেকে এখনো প‌র্যন্ত ৮.১১ কোটি টন তামার সন্ধান মিলেছে রাজস্থানে।

সোনা সব মানুষের জনপ্রিয় মূল্যবান খনিজ পদার্থ। আর সেই সুবাদে যেখানেই সোনার খনির সন্ধান মিলেছে সেখানেই মানুষ ছুটে গেছে।

তবে বিশ্বের সব দেশেই তো আর সোনার ভাণ্ডার নেই। হাতেগোনা কয়েকটি দেশে রয়েছে এই খনি।

উপমহাদেশীয় ভারতেই রয়েছে সোনার বিশাল ভাণ্ডার। বিজনেস ইনসাইডারের জরিপে বর্তমানে এশিয়ার এই অন্যতম বৃহত্তম দেশটির রয়েছে প্রায় ৫৫৭.৭ টন সোনার ভাণ্ডার।

ভারতীয়দের নিজেদের পুরনো বিশ্বাস যে, সোনার ওপর টাকা খরচ করলে তা ক্ষয় হয়। তাই হয়তো বিশাল এই ভাণ্ডারের ওপর তাদের কোনো নজর নেই।

এছাড়া রাজস্থানের সিরোহি জেলায় আরও খনিজের সন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি।

পটাশ ও গ্লুকোনেটের মতো খনিজের জন্য সওয়াই মাধোপুরে খননকাজ চলছে বলে জানিয়েছেন কুটুম্বা রাও।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।