মঙ্গলবার জনসভার অনুমতি পেল ঐক্যফ্রন্ট

198

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা মঙ্গলবার (৬ নভেম্বর) এর জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এদিকে অনুমতি পেয়ে জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। সোমবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আব্দুস সালাম আজাদ জানান, অনুমতি পাওয়ায় পর প্রতিনিধি দল জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে।

এর আগে সকাল সাড়ে ১১টায় জনসভার অনুমতি নিতে ডিএমপিতে যান জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

জাতীয় ঐক্যফ্রন্ট (ছবি : সংগৃহীত)
আরও পড়ুন

Comments are closed.