ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মাঝে রয়েছেন চাটখিলের নাছির

লাশ ফেরত পাওয়ার আকুতি পরিবারের!

139

গত বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় চাটখিলর একজন নিখোঁজ রয়েছেন। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া রুবেল নামের একই উপজেলার বাসিন্দা নাছির নিখোঁজ থাকার বিষয়টি প্রথম এলাকায় জানান।

শনিবার নাছিরের ছোট ভাই নাজিম উদ্দিনকে মোবাইলে রুবেল নিখোঁজ হওয়ার কথা জানান, তিনিসহ নাছির দুর্ঘটনাকবলিত নৌকায় ছিলেন। তিনি কূলে ফিরতে পারলেও নাছির সাগরের জলে ডুবে যান বলে তিনি জানান।

বৃহস্পতিবার কথা হয় নিখোঁজ নাছির উদ্দিনের ছোট ভাই নাজিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, তাঁদের দুই ভাই, এক বোনকে ছোট রেখে বাবা অহিদ মিয়া পরিবারের স্বপ্ন বুনতে সৌদি আরবে গিয়ে মারা যান প্রায় এক যুগ আগে ২০০৭ সালে। তখন অর্থের অভাবে লাশটিও দেশে আনা যায়নি, শেষবারের মতো দেখাও হয়নি তাঁর মুখ। তখন তাঁদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। উপায় না পেয়ে মা তাঁদের নিয়ে চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কাঁকড়াপাড়া থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়ার নানার বাড়িতে আশ্রয় নেন। নানা-মামাদের সহায়তায় তাঁরা বেড়ে ওঠেন।

বছর খানেক আগে বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দেশ ছাড়েন চাটখিলের নাছির উদ্দিন (২৩)। কিন্তু নিয়তি তাঁকেও স্বপ্ন পূরণ করতে দেয়নি।

নাজিম উদ্দিন বলেন, তিনি নোয়াখালী সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়েন। একমাত্র ছোট বোন স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। পরিবারের কথা চিন্তা করে গত বছরের মার্চ মাসে মামাদের কাছ থেকে সহায়তা নিয়ে তাঁর বড় ভাই নাছির উদ্দিন সোনাইমুড়ীর আমিশাপাড়া এলাকার আবুল কালামের মাধ্যমে লিবিয়া যান। কথা ছিল তাঁর ভাইকে ইতালি পৌঁছানো হবে। বিনিময়ে আবুল কালামকে দেওয়া হয় ১০ লাখ টাকা।

নাজিম উদ্দিন বলেন, ফরিদপুরের ওয়াসিম নামের এক ব্যক্তির কাছে তিনি নিজে সব টাকা পাঠিয়েছেন। ওয়াসিম টাকা পাঠাতেন কালামের কাছে। এভাবেই টাকা পাঠিয়ে তিন মাস আগে তাঁর এক মামা রাফেল ইতালি পৌঁছান। সে জন্য একই পথে তাঁর ভাই নাছিরও ইতালি যাওয়ার জন্য রাজি হন।

নাজিম উদ্দিন আরও বলেন, বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনার খবর শোনার পর ওই দুর্ঘটনায় তাঁর ভাইও পড়তে পারেন বলে তাঁর সন্দেহ হয়। কিন্তু তিনি বাড়িতে মাকে কিছু বলেননি। ওই ঘটনায় বেঁচে যাওয়া চাটখিলের রুবেল ফোন করার পর মা সবকিছু জেনে যান। তখন থেকে মা নাছিমা বেগম শয্যাশায়ী।

নাজিম বলেন, ঘটনা শোনার পর থেকে মা নাছিমা বেগম শয্যাশায়ী। বাবার মতো ভাইয়ের লাশটি যেন বিদেশের মাটিতে হারিয়ে না যায়, এখন একমাত্র চাওয়া তাঁদের। সরকারিভাবে যেন তাঁর ‘লাশটি’ দেশে আনার ব্যবস্থা করা হয় সেই আকুতি পরিবারের সবার।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.