বয়স ৪২, তবু আইপিএলে ফেরার আশা ছাড়েননি গেইল

0 2

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের আইপিএল ক্যারিয়ারটা নেহায়েত মন্দ নয়। তবে চলতি মৌসুমের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। তখন ধারণা করা হচ্ছিল, ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে শেষ ম্যাচটা বুঝি খেলেই ফেলেছেন তিনি। তবে এবার তিনি জানালেন, তার জীবনের আইপিএল অধ্যায় এখনো শেষ হয়নি। সুযোগ পেলে আবারও আইপিএলে ফিরতে চান ৪২ পেরোনো এই তারকা।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন গেইল। জানিয়েছেন চলতি মৌসুমে নিজেকে কেন সরিয়ে নিয়েছেন তিনি। বলেছেন, ‘শেষ কয়েক বছর ধরে যেভাবে আইপিএল শেষ হয়েছে, আমার মনে হয়েছে আমার ঠিকঠাক কদর করা হচ্ছে না। তারপর আমার মনে হয়েছে, আচ্ছা! তুমি খেলাটা ও আইপিএলের জন্য এত কিছু করার পরেও প্রাপ্য সম্মানটা পাচ্ছো না!

 

 

‘তাই আমি বললাম, ঠিক আছে, তাই হোক, আমি নিজের নামটা ড্রাফটেও রাখব না। এরপর আমি এটা যেভাবে আছে, সেভাবেই রেখে দিয়েছিলাম। ক্রিকেটের পরে একটা জীবন থাকতোই। আমি তার সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

তাই বলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসে খেলা এই তারকা পরের মৌসুমের আইপিএল থেকেও নিজেকে সরিয়ে রাখবেন, সেটা যে বোঝাননি, তা পরিষ্কার করে দিলেন পরের কথায়, ‘পরের বছর আমি ফেরত আসছি, আমাকে তাদের দরকার আছে।’

শুধু এখানেই শেষ করেননি তিনি। সাবেক দল পাঞ্জাব কিংবা বেঙ্গালুরুর এক দলকে শিরোপাও জেতাতে চান সাবেক উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, ‘আইপিএলে তিন দলের প্রতিনিধিত্ব করেছি আমি, কলকাতা, আরসিবি ও পাঞ্জাব। আরসিবি ও পাঞ্জাবের একটা দলের হয়ে একটা শিরোপা পেলে ভালো লাগবে আমার।’

‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আমার একটা দারুণ সময়ই কেটেছে, যেখানে আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে সফল ছিলাম। আর পাঞ্জাব দলটাও ভালো ছিল। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, নতুন কিছুতে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসি। দেখা যাক কী হয়!’

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।