বেয়াইয়ের জানাজা থেকে ফেরার পথে নুরুল হক নিহত

139

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেয়াইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।

নিহতের নাম মো. নুরুল হক ওরফে নুরু মিয়া (৬৫)। তিনি উপজেলার ডমুরুয়িা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিরুয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেল।

বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে উপজেলার জিরুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বুধবার (১১ মে) সন্ধ্যার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পলতি সাতবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.অলি জানান, বুধবার বিকেলে ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রাম থেকে একই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রাজ্জাকের (৬০) জানাজায় যায় নুরু মিয়া। জানাজা শেষে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গুরুতর আহত তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটেয়ারী বলেন, এ রকম কোন তথ্য আমাদের কাছে নেই। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.