বেগমগঞ্জে আধিপত্য বিস্তারে দুইজনকে কুপিয়ে ও গুলিকরে হত্যা, গ্রেফতার-২
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে দুইজনকে কুপিয়ে ও গুলিকরে হত্যা করেছে দুর্বৃত্তরা। একলাশপুর বাজারের পাশ্ববর্তী ৪নং ওয়াডের্র আব্দুল মিয়া চৌকিদার বাড়িতে ভোরে এ জোড়া খুনের নৃশংস ঘটনা ঘটে। নিহতদের নাম মোহাম্মদ আলী (২৬) ও রবিন (২০) ।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ও বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্যা।
জানা যায়, ফজরের আযানের কিছুক্ষণ পর মোহাম্মদ আলী ও রবিন মাছ ধরে বাড়ি ফেরার পথে ৪-৫ জন যুবক মটরসাইকেলে করে এসে প্রথমে রবিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। তৎক্ষণাৎ মোহাম্মদ আলী প্রাণ বাঁচানোর জন্য পাশের বাড়িতে গিয়ে আত্মগোপন করতে চাইলেও শেষ রক্ষা করতে পারেননি নিজেকে। দুর্বৃত্তরা ঐ বাড়িতে ঢুকে মোহাম্মদ আলীকে এলোপাাড়ি কোঁপাতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আলোচিত এই জোড়া খুনের ঘটনার ভেতকার রহস্য জানার জন্য আমরা কথা বলেছিলাম নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরীফ ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসাইন মোল্যার সাথে, তারা আমাদেরকে জানান – ‘কে বা কারা এ হত্যা কান্ডটি ঘটিয়েছে সেটা আমরা এখন ও নিশ্চিত নই, এই বিষয়ে পুলিশ তদন্ত করছে।’
বেগমগঞ্জের একলাশপুরে অবস্থানকারী ‘বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব-নোয়াখালী’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাসেল বলেন, ‘বিষয়টা পলিট্রিক্যাল নয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গ্রুপিং-এর কারণে এ নৃশংস জোড়া খুনের দুঃখজনক ঘটনা!’
সর্বশেষ জানা যায়, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের একজনকে ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
Comments are closed.