বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
এ তথ্য নিশ্চিত করেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর বনানীর কবরস্থান রোডের ফিউশন হান্টে এই সংবাদ সম্মেলন হবে।’
সেলিম আরও বলেন, ‘এই সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম সাংবাদিকদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন।’