বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস্ প্রতিনিধি কল্যাণ ফোরামের বৈশাখী মিলনমেলার প্রস্তুতি সভা

0 274

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্কে বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস্ প্রতিনিধি কল্যাণ ফোরামের বৈশাখী মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক মো. ওয়াজি উল্লাহ বাদল। এতে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাছুম বিল্লা, সাধারণ সম্পাদক মো. মিনহাজ চৌধুরী, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন স্বপন, সদস্য সচিব মো. শামছুদ্দিন রুবেল, যুগ্ম সচিব জহিরুল ইসলাম, ফিরোজ আলম, ইকবাল হোসেন রুবেল, অর্থ উপকমিটির সদস্য নুরুল ইসলাম মামুন, মোশারফ হোসেন, আপ্যায়ন উপকমিটির সদস্য সাকের উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির সদস্য মোশারফ হোসেন সুইফ্ট, মামুনুর রশিদ, আমির হোসেন, প্রচার উপকমিটির সদস্য সামছুল হুদা সবুজ ও শাহাদাত হোসেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।