বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস্ প্রতিনিধি কল্যাণ ফোরামের বৈশাখী মিলনমেলার প্রস্তুতি সভা

449

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্কে বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস্ প্রতিনিধি কল্যাণ ফোরামের বৈশাখী মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক মো. ওয়াজি উল্লাহ বাদল। এতে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাছুম বিল্লা, সাধারণ সম্পাদক মো. মিনহাজ চৌধুরী, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন স্বপন, সদস্য সচিব মো. শামছুদ্দিন রুবেল, যুগ্ম সচিব জহিরুল ইসলাম, ফিরোজ আলম, ইকবাল হোসেন রুবেল, অর্থ উপকমিটির সদস্য নুরুল ইসলাম মামুন, মোশারফ হোসেন, আপ্যায়ন উপকমিটির সদস্য সাকের উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির সদস্য মোশারফ হোসেন সুইফ্ট, মামুনুর রশিদ, আমির হোসেন, প্রচার উপকমিটির সদস্য সামছুল হুদা সবুজ ও শাহাদাত হোসেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.