বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে চাটখিলে এইচএম ইব্রাহিমের মনোনয়নপত্র জমা
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে নিজ দলের বিপুল সংখ্যক নেতা কর্মী সাথে নিয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এইচ এম ইব্রাহিম।
এ সময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলেন, চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ,লীগ সভাপতি জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা আ,লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সহ-সভাপতি হারুন জালাল, ভিপি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর,যুবলীগ নেতা বেলায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরী রাসেল, ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন প্রমূখ।
মনোনয়ন পত্র জমা নেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। এ সময় তার সাথে ছিলেন চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মামুন।
Comments are closed.