বিজয় দিবসে চাটখিলে ব্যাপক প্রস্তুতি

198

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি পালনের জন্য প্রতিবছরের মতো এ বছরও চাটখিলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, দিবসটি উদযাপনের জন্য ইতোমধ্যে ধোয়া-মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নোয়াখালী জেলা যুবলীগ সদস্য এস এম রিয়াজ খান বলেন, আমরা বিজয় দিবস পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। শ্রদ্ধা জানানোর পর র্যাপলিতে অংশ নেব। এছাড়া আজ রাত থেকেই মাইকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ চালানো হবে। কাল সারাদিনও তা চলবে। সেই সঙ্গে বিজয়ের কবিতা ও সংগীত বাজানো হবে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন জানান, দিবসটি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীরও বয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দিবসটি সরকারি ছুটির দিন হলেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.