বিএনপি পাবে তিন ভাগ আর আওয়ামী লীগ পাবে একভাগ ভোট-বরকত উল্যা বুলু

0 212

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্যা বুলু বলেছেন, সিলেট সিটিতে স্থগিত দুটি কেন্দ্রে সুষ্ঠ নির্বাচনে প্রমাণ হলো-আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বিএনপি। চারভাগের তিনভাগ ভোট পাবে বিএনপি আর একভাগ ভোট পাবে আওয়ামী লীগ।
শুক্রবার সকালে নোয়াখালী বেগমগঞ্জের তার নির্বাচনী এলাকার নিজ বাড়িতে নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এমন ঐক্য বিরল। সব নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও আগামী সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। এসময় জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, সোনাইমুড়ী পৌর মেয়র মোতাহার হোসেন মানিক, বিএনপি নেতা মাহফুজুল হক আবেদ, হাজী আহসান উল্যা, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন, ছাত্রদলের আহবায়ক রুস্তুম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।