বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না। কিন্তু তারা নিজেরাই নিজেদের বাদ দিয়ে ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
গত ২৪ আগস্ট দুপুরে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাটে স্থানীয়দের সঙ্গে জুমার নামজা আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোটা আন্দোলনে ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ এবং সর্বশেষ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ওপর ভর করেও ব্যর্থ হয়েছে। তাদের রাজনীতি এখন গুজব সন্ত্রাসে পরিণত হয়েছে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।