বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত আহত ৩
বাহরাইনের রাজধানী মানামায় গ্যাস সেলেনন্ডার বিস্ফোরণে একটি তিন তলা ভবন ধসে পড়ে ৪ বাংলাদেশি নিহত, আহত হয়েছে ২০ বাংলাদেশি
বাহরাইনের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাতটার দিকে তিন তলা ভবনটিতে এই অগ্নিকাণ্ড ঘটে, ঐ ভবন টিতে ৫০ থেকে ৬০ জন বাংলাদেশি ভাড়া থাকতেন। ঘটনা জানার পর বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান ও কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন,পরে রাষ্ট্রদূত নিজে দূতাবাসের কর্মকর্তাগণ সহ আহতদের দেখতে সালমানিয়া হসপিটাল পরিদর্শন করেন।ও হতাহতদের খোজ খবর নেন।
এছাড়াও তিনি দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Comments are closed.