ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্রী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
পরিবার সূত্র জানা যায়, স্কুলে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার শহরের কদলগাজী রোডের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ওই ছাত্রী। সে বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলায়। আল-আকসা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ইকবাল হোসেন স্বাধীন নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাধে তারা দু’জনে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইকবাল ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তার খোঁজ চলছে। আশা করা হচ্ছে দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে।
Comments are closed.