সোনাইমুড়ীতে বাবার ধর্ষণে নাবালিকা মেয়ের সন্তান প্রসব
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজের মেয়েকে ধর্ষণ করলো এক পাষ- পিতা। ১৭ সালের জুলাইয়ে সংঘঠিত এ ঘটনায় গর্ভবতী হয়ে সম্প্রতি নবম শ্রেণিতে পড়া ১৫ বছর বয়সের ওই নাবালিকা মেয়ে রবিবার একটি সন্তান প্রসব করে। ঘটনা ধামাচাপা দিতে ভূমিষ্ট হওয়া শিশুটিকে মেরে ফেলা হয়।
বিষয়টি জানতে পেরে ধর্ষক সেলিম ও তার পরিবারকে পুলিশ আটক করে। সেলিম সোনাইমুড়ী পৌরসভার বানুয়াই গ্রামের মাইন উদ্দিন মোল্লা বাড়ির বাসিন্দা।
ধর্ষিতার ভাষ্য মতে, ২০১৭ সালে জুলাই মাসের কোন একদিন বাবা সেলিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কারো কাছে যাতে এ ব্যাপারে মুখ না খোলে সে জন্য তাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো। নাবালিকার পেটের আকার বৃদ্ধি পেতে থাকলে গ্যাস্ট্রিক বলে তা প্রচার করা হতো। এদিকে রবিবার বিকালে নাবালিকা একটি সন্তান প্রসব করলে বিষয়টি জানাজানি হলে পুলিশ ধর্ষককে আটক করে।
সোনাইমুড়ী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় মামলা হয়েছে বলে জানান।