বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ করায় সোনাইমুড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেল উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি আজ সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাইমুড়ী বাইপাস চত্তরে এসে শেষ হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী আবু আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন, খাদ্যনিয়ন্ত্রক আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, সামজসেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রওশন ফেরদৌসসহ বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
Comments are closed.