বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ করায় সোনাইমুড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

76

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেল উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি আজ সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাইমুড়ী বাইপাস চত্তরে এসে শেষ হয়।
র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী আবু আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন, খাদ্যনিয়ন্ত্রক আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, সামজসেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রওশন ফেরদৌসসহ বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.