দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে হত্যা

146
ছবি – সম্পাদিত

চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগ শহরে আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশী ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ওই দেশীয় সন্ত্রাসীরা।

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে নিহতের আত্মীয় আশ্রাফুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে। তার অপর দুই ভাই সহ রহিম গত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার সোহানবাগ শহরে ব্যবসা করে আসছিলো।

আশ্রাফুজ্জামান আরও জানান, গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ খবর শোনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রহিমের মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।

এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগ সহ বাংলাদেশী কয়েকশ প্রবাসীকে ওই দেশীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন

Comments are closed.