বজ্রপাতে কেড়ে নিল দিনমজুরের দুই মেয়ে

522

ধমকা বাতাসের সাথে সৃষ্ট বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দিনমজুরের দুই মেয়ে। নিহত দুই শিশুই খুবই দরিদ্র ঘরের সন্তান। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর পতনউষার গ্রামের এ ঘটনা ঘটে। দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১০) ও মুন্নী আক্তার (৪)।
গ্রামবাসী সূত্রে জানা যায়, দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১০) ও মুন্নী আক্তার (৪) এবং একই বাড়ির আকলুছ মিয়ার মেয়ে নাহিদা বেগম (৬) ও তানিয়া বেগম (৪) বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার মারা যায়। নিহত সাদিয়া আক্তার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মুন্নী আক্তার ও তানিয়াকে গুরুতর আহতবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মুন্নীর মৃত্যু হয়।
পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত দুই শিশুই খুবই দরিদ্র ঘরের সন্তান। দিনমজুর জুনেদ মিয়ার তিনটি শিশু খেলা করছিল। বজ্রপাতে ছোট ২ শিশু প্রাণ হারিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। পতনঊষার ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান-‘আমাদের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.