বজ্রপাতে কেড়ে নিল দিনমজুরের দুই মেয়ে

0 361

ধমকা বাতাসের সাথে সৃষ্ট বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দিনমজুরের দুই মেয়ে। নিহত দুই শিশুই খুবই দরিদ্র ঘরের সন্তান। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর পতনউষার গ্রামের এ ঘটনা ঘটে। দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১০) ও মুন্নী আক্তার (৪)।
গ্রামবাসী সূত্রে জানা যায়, দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১০) ও মুন্নী আক্তার (৪) এবং একই বাড়ির আকলুছ মিয়ার মেয়ে নাহিদা বেগম (৬) ও তানিয়া বেগম (৪) বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার মারা যায়। নিহত সাদিয়া আক্তার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মুন্নী আক্তার ও তানিয়াকে গুরুতর আহতবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মুন্নীর মৃত্যু হয়।
পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত দুই শিশুই খুবই দরিদ্র ঘরের সন্তান। দিনমজুর জুনেদ মিয়ার তিনটি শিশু খেলা করছিল। বজ্রপাতে ছোট ২ শিশু প্রাণ হারিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। পতনঊষার ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান-‘আমাদের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।