বঙ্গবন্ধু পেশাজীবি ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান

310

“রিচিং আউট অব স্কুল চিলড্রেন” প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিশু শিক্ষা কার্যক্রম এটি। অর্থাৎ ঝরে পড়া স্কুল শিশুরা যেনো অন্তত নিরক্ষর না থেকে কিছুটা হলে ও শিক্ষা গ্রহন করতে পারে, সেই চিন্তা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোটি টাকা ব্যয় করে ঝরে পড়া বাচ্চাগুলোকে প্রতিমাসে তিন শ টাকা করে উপবৃত্তি এবং আট শ টাকা করে পোষাকের জন্য প্রতি বছর প্রদান করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গতকাল নগর বস্তি আনন্দ স্কুলের তিনটি শাখায় বিগত ৬ মাসের উপবৃত্তির টাকা ৩৪৮ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ২৬০০ টাকা হারে বন্টন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল হোসেন, স্থানীয় কাউন্সিলর মহোদয়, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিদল এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
তোফাজ্জল হোসেন ঢাকা থেকে টেলিফোনে জানান, বাংলাদেশে কোন লোক যেনো নিরক্ষর না থাকে তার জন্য জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। সরকারি এবং বেসরকারি উদ্যোগ এ বৃহত্তম জনগোষ্ঠী কে সু-শিক্ষিত করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। দেশে এবং বিদেশে সরকারের উন্নয়নের চিত্র মানুষের দৌরগোড়ায় পৌছে দেয়ার জন্য বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল হোসেন বিনীতভাবে সকল প্রবাসীদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.