ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী মাসুদ চৌধুরী বিজয়ী

378

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে (সোনাগাজী-দাগনভূঞা) মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এই আসনের মোট ১২৬ কেন্দ্রে মহাজোট প্রার্থী মাসুদ ২ লাখ ৯০ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৭ ভোট।

ফেনী-৩ আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৯শ’ ৫৬ জন। এদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩শ’ ৭৭জন পুরুষ ও ১ লাখ ৯৪ হাজার ৫শ’ ৭৯ জন মহিলা ভোটার রয়েছে। নির্বাচনে এ আসনে ১শ’ ২৬টি ভোট কক্ষ ও ৭শ’ ২৩টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.