ফেনী-২ আসনে ২য় বারে নৌকা প্রতীকে বিজয়ী নিজাম উদ্দিন হাজারী

63

ফেনী-২ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৯০ হাজার ৬৬২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

রোববার (৩০ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠুনির্বাচন সম্পন্ন হয় এ আসন টির ভোট গ্রহণ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি পেয়েছেন ৫ হাজার ৭৭২।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এদের মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৫২৭ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন মহিলা ভোটার। নির্বাচনে এ আসনে ১২৬ ভোটকেন্দ্র ও ৬৩৮ ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

Comments are closed.