ফেনী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

271

ঢাকায় কর্মরত ফেনী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন) সভাপতি ও নয়াদিগন্তের ফয়েজ উল্লাহ ভূঁঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে নির্বাচনে সংগঠনের অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আমানুর রহমান (নয়াদিগন্ত) ও জিল্লুর রহিম আজাদ (কালবেলা), যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল (সংগ্রাম), কোষাধ্যক্ষ এহ্সান জুয়েল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক হোসাইন তারেক (এনটিভি), দফতর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মীম মাহমুদ), বিনোদন সম্পাদক শহীদুল আলম ইমরান (মোহনা টিভি)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- সোহেল হায়দার চৌধুরী (দৈনিক ডেসটিনি), সেলিম জাহিদ (প্রথম আলো), ইমামুদ্দীন হান্নান (যুগান্তর), আদিত্য আরাফাত (ডিভিসি), ইলিয়াস মাহমুদ (জনকন্ঠ) ও সাজেদা সুইটি (এটিএন নিউজ)। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম।

এর আগে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম. আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি রফিক, সংগঠনের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক সেলিম জাহিদ।

সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক (আগের কমিটির) ফয়েজ উল্লাহ ভূঞা। সভায় ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাবেক চার নেতা এম. আব্দুল্লাহ, ইকরামুল হক, মোতাহের হোসেন মাসুম ও লোটন একরামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.