ফেনী শহীদ মিনারে নোয়াখালী বিভাগের দাবিতে আগামীকাল মানববন্ধন
ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এবং পাশ্ববর্তী জেলা সমূহের সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আগামীকাল ৩০ মার্চ শুক্রবার সকাল ১০টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এনবিসি গ্রুপের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। নোয়াখালী বিভাগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন ও বাস্তবায়নের জন্য ফেনী জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে এনবিসি গ্রুপের পক্ষ থেকে শাহাদাত শাকিল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফেনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গকে স্ব-স্ব ব্যানার ফেস্টুনসহ অংশগ্রহণের অনুরোধ করা হচ্ছে।
এছাড়া বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের জনগণকে মানববন্ধনে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
Comments are closed.