ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির ঈদ পুনর্মিলনী
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির (এফডিসির) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
ফেনী শহরের আলো কনভেনশন হলে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম শহীদ উল্লাহ খন্দকার।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিসির প্রতিষ্ঠাতা গোলাম মাওলা চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক সাইফ মাহমুদ ও সদস্য সচিব শান্তি চৌধুরী। এফডিসির সদস্য এডভোকেট রাশেদ মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ষ্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা পরিষদের সদস্য শাহীন গঠন প্রমুখ।
এছাড়াও এফডিসির সদস্য রূপক কর্মকার, কামরুজ্জামান বাবলু, মোতাহার হোসেন, অজিত দে, দিদার মজুমদার, নুসরাত চৌধুরীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments are closed.