ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী মানিক জামিনে মুক্ত

340

ফেনী জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ২৩ এপ্রিল সোমবার রাতে ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এর আদালতের আদেশে জামিন লাভের পর তিনি কারাগার থেকে মুক্তি পায়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৮ জানুয়ারি ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিএনপি’র দলীয় মিছিল থেকে ফেনী মডেল থানা পুলিশ গাজী মানিককে আটক করে। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় জামিন লাভের পরও ইতোপূর্বে তাকে ৭ বার জেল গেইট থেকে শোন এরেস্ট দেখিয়ে আটক করা হয়। সর্বশেষ ২৩ এপ্রিল সোমবার রাত ৮টায় তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারা ফটকের সামনে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জটলা বাধলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের সরিয়ে দেন।
তাঁর আইনজীবি ইউছুফ আলমগীর জানায়, জেলা যুবদল সভাপতি গাজী মানিকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় আদালতের মাধ্যমে জামিনের পর তিনি মুক্তি লাভ করেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.