ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী মানিক জামিনে মুক্ত
ফেনী জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ২৩ এপ্রিল সোমবার রাতে ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এর আদালতের আদেশে জামিন লাভের পর তিনি কারাগার থেকে মুক্তি পায়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৮ জানুয়ারি ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিএনপি’র দলীয় মিছিল থেকে ফেনী মডেল থানা পুলিশ গাজী মানিককে আটক করে। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় জামিন লাভের পরও ইতোপূর্বে তাকে ৭ বার জেল গেইট থেকে শোন এরেস্ট দেখিয়ে আটক করা হয়। সর্বশেষ ২৩ এপ্রিল সোমবার রাত ৮টায় তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারা ফটকের সামনে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জটলা বাধলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের সরিয়ে দেন।
তাঁর আইনজীবি ইউছুফ আলমগীর জানায়, জেলা যুবদল সভাপতি গাজী মানিকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় আদালতের মাধ্যমে জামিনের পর তিনি মুক্তি লাভ করেন।
Comments are closed.