ফেনীর নদীগুলো থেকে অবাধে বালু তুলছে একাধিক সিন্ডিকেট

46

ফেনীর নদীগুলো থেকে অবাধে বালু তুলছে একাধিক সিন্ডিকেট। সাতটি স্পটের ইজারা নিয়ে অন্তত ২৫টি জায়গা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা নদী থেকে প্রতিযোগিতা করে বালু তুলছে। প্রতিবাদ করলে নানা হয়রানির শিকার হতে হয় বলে আতংকিত এলাকাবাসী।

জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া এলাকার ফেনী ছোট নদীতে ইজারা না থাকলেও, বাংলা ড্রেজার দিয়ে দিনে-রাতে বালু তুলছে একাধিক সিন্ডিকেট। একইভাবে মুহুরী, কহুয়াসহ জেলার পাঁচটি নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। এতে স্থানীয়রা হারাচ্ছে ভিটে-মাটি, ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান, এই ইজারাদার।

প্রতি বছর বিজ্ঞপ্তি দেওয়া হলেও, প্রভাবশালী মহল সিন্ডিকেটের মাধ্যমে নিজেরাই দরপত্র দাখিল করে। অন্যদের জমা দিতে বাঁধা দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় না করে ইজারা দেয়ায় নদীর পাড় ভাঙছে বলে জানান, এই কর্মকর্তা।

গত ডিসেম্বরে ছাগলনাইয়া উপজেলায় বালুমহালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত হয়েছে, যুবলীগ কর্মী সিরাজুল।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.