ফেনীর তিনটি আসনে বিভিন্ন দলের ৩৪জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

253

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ৩৪জন প্রার্থী।তন্মধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

ফেনী-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে আবুল বাশার চৌধুরী(স্বতন্ত্র),কাজী গোলাম কিবরিয়া(ইসলামী আন্দোলন),শাহরিয়ার ইকবাল(বিএনএফ),এ টি এম গোলাম মাওলা চৌধুরী(গণদল),শিরিনআখতার(জাসদ),আনোয়ার উল্যাহ ভূঞা(খেলাফত আন্দোলন),শেখ আব্দুল্লাহ(স্বতন্ত্র),বেগম খালেদা জিয়া(বিএনপি)মুন্সী রফিকুল আলম(বিএনপি),তারেকুল ইসলাম(এনডিএফ),খায়রুল বাশার মজুমদার তপন(স্বতন্ত্র),কাজী মোঃ নুরুল আলম(বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)মিজানুর,রহমান(স্বতন্ত্র)ও নুর আহাম্মদ মজুমদার(বিএনপি)

ফেনী-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে মাওলানা নুরুল করিম বেলালী(ইসলামী আন্দোলন),মোঃ নজরুল ইসলাম(জাতীয় পার্টি),নিজাম উদ্দিন হাজারী(আওয়ামীলীগ),জয়নাল আবদীন ভিপি(বিএনপি),জসিম উদ্দিন(বাসদ)জিয়াউদ্দিন মিষ্টার(বিএনপি)

ফেনী-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাসান আহমদ(সতন্ত্র)আব্দুর রাজ্জাক(ইসলামী আন্দোলন),শাহরিয়ার ইকবাল(বিএনএফ)মাসুদ উদ্দিন চৌধুরী(জাতীয় পার্টি),যুবলীগ নেতা মোঃ আবুল বাশার(স্বতন্ত্র)ইসতিয়াক আহমেদ(স্বতন্ত্র)শহীদ উদ্দিন মাহমুদ স্বপন(জেএসডি)হারাধন চক্রবর্তী (বাসদ) আব্দুল লতিফ জনি(বিএনপি)আকবর হোসেন(বিএনপি)মোঃ গোলাম হোসেন(স্বতন্ত্র)মোঃ মাঈন উদ্দিন(ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার(স্বতন্ত্র)ও হাজী রহিম উল্যাহ(স্বতন্ত্র)।এরমধ্যে ৩০ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ও বাকী ৩ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ফেনীর ৩টি আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.