ফেনীতে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

96

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় থেকে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ মে) দুপুরে বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর-ফেনী নদীর পাড় দিয়ে ভারত থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে শাড়ির একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে বলে ফেনী ব্যাটালিয়নের (বিজিবি-৪) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে। পরে শনিবার (১৪ মে) বিকেলে ভারত থেকে কয়েকজন চোরাকারবারিকে মালামালসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে। এক পর্যায়ে চোরাকারবারিরা মালামালসহ নৌকা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহলদলের সদস্যরা ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে প্লাস্টিকের ১৩টি বস্তা থেকে বিভিন্ন প্রকার ৬২২ পিস ভারতীয় শাড়ি, ৪৫ পিস লেহেঙ্গা জব্দ করে। যার আনিুমানিক সিজার মূল্য ২৮ লাখ চার হাজার টাকা। জব্দকৃত মালামাল ফেনী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনী ব্যাটালিয়নের (বিজিবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.