ফেনীতে ১ কোটি বিশ লক্ষ টাকার ভারতীয় নিষিদ্ধ ঔষধ আটক

72

ফেনীর ছাগলনাইয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণে ভারতীয় নিষিদ্ধ ঔষধ আটক করেছে। শুক্রবার ভোরে ছাগলনাইয়ার সত্যনগর নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি বিশ লক্ষ চল্লিশ হাজার টাকার ঔষুধ আটক করে।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. গুলবর রহমানের নেতৃত্বে দেবপুর বিওপির বিশেষ টহলদল কর্তৃক ছাগলনাইয়া থানার আওতাধীন সত্যনগর নামক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ৬ লাখ দুই হাজার পিস ভারতীয় নিষিদ্ধ Nimesulide-100 ট্যাবলেট আটক করে।
বিজিবি আরো জানায়, আটককৃত ঔষুধের আনুমানিক মুল্য এক কোটি বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা। আটককৃত নিষিদ্ধ ঔষধগুলো ফেনী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

Comments are closed.