ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

88

ফেনী সদর উপজেলায় শুক্রবার (২০ মে) ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ২০২৩ সালের নির্বাচন সামনে রেখে নির্ভুল ভোটার তালিকা হালনাগাদের জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এবারের কর্মসূচিতে ০১ জানুয়ারি ২০০৭ সালের পূর্বে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নারী ভোটারদের ভোটার হতে আগ্রহ কম থাকায় তাদের উদ্বুদ্ধ করতে স্ব-স্ব এলাকায় মাইকিং ও প্রচারণার ওপর জোর দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম চলে আসছে। বর্তমান সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার কার্ড চালু করেছে। এতে কেউ যদি দুইবার ভোটার হন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে।

ফেনী সদর উপজেলা নির্বাচন অফিসার মো. জসীম উদ্দিন বলেন, কোনোভাবেই যেন রোহিঙ্গারা ফেনীতে এসে ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্ভুল ভোটার তালিকা তৈরিতে সবার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ চলবে ২০ মে থেকে ০৯ জুন পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম চলবে (ছবি উঠানো) ১১ জুন থেকে ১৭ আগস্ট ২০২২ পর্যন্ত। উপজেলার ১২টি ইউনিয়নে ১৬৫ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবেন।

ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৮১ জন। সম্ভাব্য নতুন ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ১৮১ জন হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.