ফেনীতে ভোক্তা অধিকারের অভিযান : চার মাসে ১০৫ প্রতিষ্ঠানের জরিমানা

61

চলতি বছরের ১৪ মে পর্যন্ত ফেনীতে ৬৩ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী কার্যালয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ১০৫টি প্রতিষ্ঠানের ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে আজ জানিয়েছেন কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা।
তিনি জানান, অভিযানগুলোতে মূল্য তালিকা না থাকা, তালিকা হালনাগাদ না করা, পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা, হোটেল ও বেকারিতে অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন, ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওুষধ বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিষয় অমান্য করায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

 

 

কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে জেলা জুড়ে ১৭টি অভিযান পরিচালনা করে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা, ফেব্রুয়ারিতে ১৩টি অভিযান পরিচালনা করে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা, মার্চে ১২টি অভিযান পরিচালনা করে ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা, এপ্রিলে ১৮টি অভিযান পরিচালনা করে ৩৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার টাকা এবং চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত ৩টি অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোহেল চাকমা জানান, ভোক্তার অভিযোগের প্রেক্ষিতেও অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া তেলের বাজার দর নিয়ন্ত্রণে ডিলার এবং খুচরা বিক্রেতাদের নিয়মিত তদারকি করা হয়েছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.