ফেনীতে ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানের লক্ষাধিক টাকা অর্থদন্ড

61

রবিবার দিনব্যাপী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে শহরের ট্রাঙ্ক রোডের লাইফ লাইন ডেন্টাল কেয়ারের মালিক এম ইকবাল হোসাইনকে কোন সনদ ছাড়াই ডাক্তারি করতে দেখা যায়। এসময় তাকে একলাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও এসএসকে রোডের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাইফুল ইসলামকে চেম্বার করার সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন আলোকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় সিভিল সার্জন কার্যালয়ে মেডিক্যাল অফিসার, সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম ও স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Comments are closed.