ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া সহ ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে দুটি মামলায় বেগম জিয়া সাজাপ্রাপ্ত হওয়ায় মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এছাড়াও ছাগনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার,সতন্ত্র প্রার্থী আবুল বশর চৌধুরী ওমিজানুর রহমান মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
Comments are closed.