ফেনী‌তে বাড়ি যাওয়ার পথে বিএন‌পি নেতাকর্মীদের ওপর হামলা

80

ফেনীতে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির বাড়িতে যাওয়ার পথে হামলা চালিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা।

জানা যায়, বুধবার ভিপির সাথে বিএনপির নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য যাওয়ার পথে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী হামলা চালায়।

দলীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছেন। এছাড়া একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনিপর সভাপতি মিলন, কাজীরবাগ ইউনিয়নের বিএনপি নেতা মিনার, জুলহাস ও আবেদ এলাহী চৌধুরীকে পিটিয়ে মারাত্মক আহত করে পুলিশে সোপর্দ করেন।

তারা বলেন, হামলায় নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: ফারুক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে বিএনপির নেতকর্মীদের ওপর ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য যাওয়ার পথে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। একটি পুরাতন ছিনতাই মামলায় তার নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফলেশ্বর এলাকায় অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য যাওয়ার পথে ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: ফারুক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে পুলিশে দিয়েছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নিজাম উদ্দিন জানান, ওয়ারেন্টভুক্ত চার আসামিকে
গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.